ইতিহাস গড়ল ভারত

নতুন ইতিহাসের সাক্ষী হল ভারতবাসী। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়লো ভারত।

পৃথিবী থেকে চাঁদে ৩.৮৪ লক্ষ কিলোমিটার দিয়ে যাত্রা শুরু করেছিল যানটি। অবশেষে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম সফলভাবে চন্দ্র পৃষ্ঠে অবতরণ করেছে। রাশিয়া, আমেরিকা ও চিনের পর চাঁদে সফট ল্যান্ডিং করা ভারত বিশ্বের তৃতীয় দেশ। তবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা বিশ্বের প্রথম দেশ ভারত।

২৩ অগস্ট, বুধবার চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করে চন্দ্রযান-৩। পূর্বের নির্ধারিত সময়েই চাঁদের মাটি স্পর্শ করল মহাকাশযানটি। বর্তমানে চাঁদের মাটিতে রয়েছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের মাটিতে যাওয়া দেশগুলোর মধ্য ভারত বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠেছে। শুধু ভারত এবং ইসরোর বিজ্ঞানীরা নয়, প্রতিটি ভারতীয় একই প্রার্থনা করছিলেন। অবশেষে ভারতের ৪০ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চন্দ্রযান-৩ এর সফল অবতরণ করে। এর পেছনে বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি কাজ করেছে প্রায় ১৪০ কোটি মানুষের প্রার্থনাও। মোট ১৬,৫০০ জন বিজ্ঞানীর গত চার বছর ধরে যে কঠোর পরিশ্রম করেছিলেন, তা সম্পূর্ণ সফলকাম হয়েছে।

ইতিমধ্যেই ভারতের বিজ্ঞানীরা তাদের আসল কাজ শুরু করে দিয়েছেন। ইসরো বিজ্ঞানীরা এই রোভারের মাধ্যমে চাঁদের দক্ষিণমেরুর মাটিতে জল ও খনিজ সম্পৃক্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন।

আরও পড়ুন