শুক্রবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত কিশোরীর লাশের পরিচয় জানতে জনসাধারণের সহযোগিতা চায় পুলিশ।পুলিশ জানিয়েছে মেয়েটির বয়স আনুমানিক ১৫ বছর।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, শুক্রবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের ভাওয়ারভিটি পূর্বপাড়া ঢাকা-মাওয়া হাইওয়ের সার্ভিস লেনের ফুটপাতের পাশে লাগেজের ভিতরে মেয়েটির মৃতদেহ পাওয়া যায়। দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃতদেহের ছবি দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ, দক্ষিণ কেরাণীগঞ্জ থানাকে জানানোর অনুরোধ করা হয়েছে।