আনোয়ারায় বেওয়ারিশ লাশ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বঙ্গবন্ধুর টানেল প্রান্তের সংযোগ সড়কে বেওয়ারিশ এক প্রতিবন্ধী কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ।
সোমবার (০৬ নভেম্বর) সকালে পুলিশ বঙ্গবন্ধু টানেলের টোল বক্সের সম্মুখ সড়ক থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানায়, সোমবার সকালে বঙ্গবন্ধুর টানেল রোডের সংযোগস্থল চাতরি থেকে অজ্ঞাত ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তার শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই। এখনও পর্যন্ত ঘটনার কারণ এবং কিশোরের পরিচয় পাওয়া যায়নি।