বাঁশখালীতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুঁইছড়ি ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সলিমাবাজারস্থ নির্বাচনী অফিসে ঘটনা ঘটে।
প্রার্থীর সমর্থকদের অভিযোগ, নৌক প্রতীকের প্রার্থী মোস্তাফিজের কর্মীরা মিছিল নিয়ে এসে হঠাৎ অফিসে ঢুকে হামলা চালায়। এসময় ঘটনাস্থলে এমপি মোস্তাফিজ উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তারা।
সহকারী পুলিশ সুপার আনোয়ারা (সার্কেল) সোহানুর রহমান সোহাগ বলেন, ‘ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভাংচুর হয়েছে ঠিকেই তবে কারা করেছে সেবিষয়ে এখনই বলা যাচ্ছে না। তবে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা দাবি করছেন, একটি মিছিল থেকে লোকজন ভাংচুর করেছে।
ভাংচুরের বিষয়টি স্বীকার করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, এমপি মোস্তাফিজুর রহমানের একটি মিছিল যাচ্ছিল। সেখান থেকে হামলা চালানো হয়েছে। এসময় এমপি নিজেই উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।