রোহিঙ্গা ক্যাম্পে আরসাকে অস্ত্র সরবরাহ করতে গিয়ে যুবক আটক
কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আরসাকে অস্ত্র সরবরাহকারী এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫। র্যাবের দাবি, অস্ত্রগুলো যাচ্ছিল মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’ সদস্যদের কাছে।
শুক্রবার (৭ এপ্রিল) রাতে কক্সবাজার শহরের বাহারছড়া থেকে অস্ত্রসহ ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
আটক আরিফ হোসেন টেকনাফের নয়াপাড়া মোছনি ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা। তার কাছ থেকে চারটি দেশে তৈরি শুটারগান, তিন রাউন্ড কার্তুজ ও দুটি অটো স্নাইপার রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী সন্ধ্যা ৭ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, র্যাব-১৫-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যক্তির মহেশখালী থেকে অস্ত্র-গোলাবারুদ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের সরবরাহের উদ্দেশ্যে রওনা দেওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে শহরের বাহারছড়ায় তল্লাশির একপর্যায়ে এক ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের ব্যাগসহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হলে প্লাস্টিকের ব্যাগে অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।
তিনি বলেন, আটক ব্যক্তি নিজের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মহেশখালীসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্র কিনে গোপনে রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের সরবরাহের কথা স্বীকার করেন। মামলা দিয়ে আটক ব্যক্তিকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব অধিনায়ক জানান, ৬ এপ্রিল আরেকটি অভিযানে চকরিয়া থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছিল। তারাও মহেশখালী থেকে অস্ত্র নিয়ে আরসাকে সরবরাহ করতে যাচ্ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বলে জানান তিনি।