বাঁশখালীতে জুয়ার আস্তানা গুড়িয়ে দিলো প্রশাসন

চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামাধি পুড়িয়ে দিয়ে জুয়ার আস্তানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় একজনকে হাতেনাতে আটক করে জরিমানাপূর্বক মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। অপর দু’জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার সরল ইউনিয়নের সরল বাজার ও নয়াপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

জুয়ার আস্তানা থেকে এ সময় মো. জাহেদ (১৮) নামে সন্দেহভাজন একজনকে হাতেনাতে আটক করা হয়। তার বয়স বিবেচনায় তাকে এক হাজার টাকা জরিমানা ও মুচেলকা নিয়ে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। একই সাথে উত্তর সরলের মোহাম্মদ আলী আহমদের পুত্র মহিবুল্লাহ (২০) ও নুর আহমদের পুত্র মো. রফিক (৩৫)কে আটক পূর্বক প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার সরল বাজারে একটি ও নয়াপাড়ায় দুইটি জুয়ার আসর গুড়িয়ে দিই। এ সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। নয়াপাড়ায় জুয়ার আসর পরিচালনাকারী দুই চা দোকানদারকে জুয়ার সরঞ্জামসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়। এসময় দু’জনকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।