কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলমের সুস্থতা কামনায় পটিয়ায় দোয়া মাহফিল
সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলমের সুস্থতা কামনায় উপজেলার কুসুমপুরা এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৮ই এপ্রিল) বাদে মাগরিব চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোহাম্মদ সাহাবুদ্দীন সাদি’র উদ্যোগে পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন মনসা গ্রামে আলহাজ্ব মাবিয়া খাতুন হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
পটিয়ার গণমানুষের নেতা মুহাম্মদ বদিউল আলম এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।