কুতুবদিয়ায় সন্ত্রাস ও জঙ্গীবাদরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

কক্সবাজারের কুতুবদিয়ায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনকল্পে ইমাম ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন কুতুবদিয়ার উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগম।

ইসলামিক ফাউন্ডেশন কুতুবদিয়ার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ ইলিয়াছ রেজার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুস সাকিব, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, কুতুবদিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ রুবেল,উপজেলা পরিষদ জামের মসজিদের খতিব মাওলানা জাফর আলম বক্তব্য রাখেন।
এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন ধর্মীয়নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধসহ বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও ধর্মীনেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে জুমার নামাজের খুতবায় সমাজের মানুষকে সচেতনতামূলক আলোচনা করার আহ্বান জানান।

আরও পড়ুন