কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবার অর্থোপেডিক্স অপারেশন
কুতুবদিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অপারেশনের পর এবার ১ম বারের মত অর্থোপেডিক্স অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী গ্রামের দিদারুল আলমের পুত্র মোঃ শরীফকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরিক্ষার পর দেখায় যায় ফরেনবডি এক্সপ্লোরেশন রোগ। তাৎক্ষণিক মোঃ শরীফকে অপারেশনের উদ্যোগ নেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।
পরে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের নেতৃত্বে ডাঃ কেয়া দাস, ডাঃ খোকন বড়ুয়া, ওটি ইনচার্জ মোরসালিন ইসলামসহ অপারেশন টিম ফরেনবডি এক্সপ্লোরেশনের মত কঠিন রোগের সফল অপারেশন সম্পন্ন করেন।
নতুন বছরের প্রথমদিন এক প্রসূতি মায়ের অপারেশনের মাধ্যমে দীর্ঘ প্রতিক্ষার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হয়। প্রসূতি মায়ের তিনটি সফল অপারেশনের পর নতুনভাবে অর্থোপেডিক্স অপারেশন চালু হল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, এই অপারেশন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রসূতি মায়ের অপারেশনের পাশাপাশি সপ্তাহে একদিন অর্থোপেডিক্স অপারেশন চালু করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে শীগ্রই নিয়মিত চালু করা হবে বলে জানান।