লামায় দু’মন্ত্রীর আগমনে সাংবাদিকদের চেয়ারম্যান মোস্তফা জামালের মতবিনিময়

বান্দরবানের লামায় সরকারের প্রভাবশালী দু’মন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। বুধবার (১ফেব্রুয়ারী) লামা উপজেলা পরিষদে মতবিনিময়কালে চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, ‘মন্ত্রী মহোদয়গনের আগমন ও নব নির্মিত উপজেলা পরিষদ শুভ উদ্বোধনের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে।’ ৪ ফেব্রুয়ারি এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি লামায় আসবেন। এ দিন মন্ত্রীদ্বয় নবনির্মিত লামা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন ও পরিষদ চত্বরে আয়োজিত জনসভায় ভাষণ দিবেন।

মতবিনিময়কালে লামা প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ স্বাধীনতার ১ দশক পর লামা মহকুমাটি উপজেলা রুপান্তর হয়ে টিডিএন্ডডিসি’ বিল্ডিং ছেড়ে বর্তমানে স্থানে টিন সেট ভবনে উঠেছিল। তার ঠিক ৪২ বছর পর পার্বত্য বীরের প্রচেষ্টায় স্থানীয় সরকারের সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দিন সহযোগিতায় একটি কাঙ্খিত মানের বহুতল ভবন নির্মিত হয়। এর মধ্যে দিয়ে লামার মানুষের স্বপ্নের নতুন দুয়ার খুলে গেল।

আরও পড়ুন