লামা থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী অপরাধ নিয়ন্ত্রনে জেলায় সেরা
সদ্য যোগদানকৃত বান্দরবান জেলার পুলিশ সুপার কর্তৃক প্রথম অপরাধ সভায় জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন লামা থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী। ৪ সেপ্টম্বর২২খ্রিঃ বান্দরবান জেলায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার তারিকুল ইসলাম, পিপিএম জেলার শ্রেষ্ঠ সার্কেল,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ,শ্রেষ্ঠ এসআই,শ্রেষ্ঠ এএসআই,বান্দরবান পার্বত্য জেলাদেরকে পুরষ্কার প্রদান করেন।
লামা থানার চৌকস অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী ও তার দল লামাবাসীর মান রক্ষা করে, ঐতিহ্যগতভাবে লামার আইন শৃঙ্খলার সূচক ধরে রেখেছেন। এই পুরস্কার বা ভাল কর্মের স্বীকৃতির ফলে, লামা পুলিশ-সেবা টিমের পেশাদারিত্বের উৎকর্ষতা বিকাশ লাভ করবে বলে লামাবাসী মনে করে।
লামা থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী জানান, এ সাফল্যের পিছনে লামার সকল রাজনীতিবিদ, গুনিজন, সাংবাদিক থানাসহ সকল ক্যাম্প, ফাঁড়ির ইনচার্জসহ সব পদবীর সদস্যগনের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরো বলেন, এই সাফল্য আগামী দিন গুলোতে সকল সদস্যদের কাজের উৎসাহ ও প্রেরণা যোগাবে।