মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি অটোরিক্সা যাত্রীর মৃত্যু

মিরসরাইয়ে সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত সিএনজি অটোরিক্সা যাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের নাম আশিক চন্দ্র শীল (২৫)। সে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাগাজী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের গোপাল চন্দ্র শীলের পুত্র।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় মুহুরী প্রজেক্ট বেড়ীবাঁধ সড়কের ঘাটঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আশিক চন্দ্র শীলের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রবিবার বিকালে সমাহিত করা হয়েছ।

সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক এয়াকুব ইসলাম ভূঁইয়া জানান, জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় সোনাগাজীর এক যুবক নিহত হয়েছে বলে শুনেছি। তবে এই বিষয়ে কেউ থানায় লিখিতভাবে অপমৃত্যু সংবাদ কিংবা ডায়েরী করেনি।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় সোহল রানা ও সাইফুল ইসলাম টিটু নিজেদের মুহুরী প্রজেক্ট এলাকায় মৎস্য প্রকল্প দেখাশোনা করে মুহুরী প্রজেক্ট বাজারে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথিমধ্যে ঘাটঘর এলাকায় পৌঁছলে সড়কের দুরাবস্থার কারণে সৃষ্ট গর্তে পড়ে যায় তাদের মোটরসাইকেল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও সিএনজিঅটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক সোহল রানাকে মৃত ঘোষণা করে। আহত সিএনজি যাত্রী আশীক চন্দ্র শীল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যায়ন। এছাড়া মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম টিটু (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন