চট্টগ্রামের থানা, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক(কলেজ) নির্বাচিত হওয়ার পর এবার বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার কৃতি সন্তান ও বাংলাদেশ নৌবাহিনী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল।
রবিবার (১২ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলামের কাছ থেকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষককের সম্মাননা গ্রহণ করেন এ শিক্ষক। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামািিট, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, চাঁদপুর, ল²ীপুর, চট্টগ্রাম ও বান্দরবান জেলা) ১১ জন জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ ইকবাল এর শক্তিশালী প্রতিদ্বন্ধি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. রাজু আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুল লতিফ ভুইয়া। ২০ মে, ২০২৪ ইং তারিখে ৮ বিভাগের ৮ জন শ্রেষ্ঠ শিক্ষকদের নিয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিজের অনুভ‚তি ব্যক্ত করতে গিয়ে মোহাম্মদ ইকবাল বলেন, আমি হাটহাজারী উত্তর মাদার্শা গ্রামের সন্তান, আপাদমস্তক গ্রামের মানুষ, আমি কখনো নিজেকে ভালো শিক্ষক কিংবা ভালো মানুষ দাবি করি না বরং মানুষের ভালোবাসায় এই সম্মান অর্জন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম-এর অধ্যক্ষ ক্যাপ্টেন মো আশরাফুল আলম স্যার ও উপাধ্যক্ষ ইমদাদুর রহমান স্যারসহ আমার সহকর্মীদের প্রতি যাঁরা আমাকে সবসময় আন্তরিক সহযোগিতা ও প্রেরণা দিয়েছেন।
উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল ২০১৫ সালে বাংলাদেশ নৌবাহিনী শিক্ষা পরিদপ্তর কর্তৃক “শ্রেষ্ঠ শিক্ষক ” ২০১৭ সালে শিক্ষকদের সর্ববৃহৎ প্লাটফর্ম a2i এর শিক্ষক বাতায়নের সাপ্তাহিক “সেরা কন্টেন্ট নির্মাতা” নির্বাচিত হন। গুণী এই তারকা শিক্ষক, করোনাকালীন নিজ এলাকায় অক্সিজেন সেবা দিয়ে হাটহাজারীর সাংসদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক “শ্রেষ্ঠ সন্তান” সম্মাননায় ভূষিত হন। ২০২২ সালে শিক্ষকদের সর্ববৃহৎ পোর্টাল a2i এর শিক্ষক বাতায়নের “সেরা অনলাইন পারফর্মার” মনোনীত হন। গত বছর আন্তর্জাতিক সংস্থা মাইক্রোসফট কর্পোরেশনের মাইক্রোসফট এডুকেশনে অসামান্য অবদানের জন্য Microsoft Innovative Educator Expert (MIEE) এমআইই এক্সপার্ট হিসেবে স্বীকৃতি লাভ করেন।