মেহনতি-শ্রমিক ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। এর আগেও লামা শহর ব্যবসায়ীদের নিয়ে শহর সুন্দর রাখার জন্য সভা করেছিলাম। শহর শুধু পরিস্কার রেখে সুন্দর রাখা যায় না। যানঝটমুক্ত শহর গড়তে আপনাদের সকল শ্রেণির যান চালকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শহররের জনবহুল মোড়ে যানবাহন পার্কিং বা যাত্রী উঠানামা করা যাবে না। অপ্রাপ্ত বয়স্ক-শিশুরা টমটম, রিক্সা বা মোটর বাইক চালাতে পারবেনা। বিদ্যুত চালিত যানগুলোর ভাড়া বাড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ আগস্ট) লামায় টমটম, মিনি টমটম ও অটোরিক্সা চালক এবং মালিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় তিনি আরও বলেন, শহর থেকে লামামুখ সড়কটি ৩০ ফুট প্রশস্ত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। লামামুখ সড়কের কলিঙ্গাবিল থেকে সাবেক বিলছড়ি হয়ে লাইনঝিরি পর্যন্ত সড়ক প্রশস্তের কাজ চলমান। ইতিমধ্যে শহরের অনেকগুলো কানেক্টিভিটি সড়ক নির্মিত হয়েছে। আরো বহু রাস্তা নির্মাণের প্রাক্কলন তৈরি হয়েছে। পরিবেশ বান্ধব, স্বাস্থানুকুল, সুন্দর, যানজটমুক্ত শহর গড়ার জন্য সর্ব সেক্টরের মানুষের সহযোগিতা কামনা করেন মেয়র।
৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন।
পৌর লাইসেন্স পরিদর্শক তানফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ নাসির উদ্দীন, টমটম সমিতির সাধারণ সম্পাদক আবু বেলাল, অটোরিক্সা মালিক-চালক সমিতির সেক্রেটারী মোঃ ইউছুপ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে টমটম, অটোরিক্সা ও মিনি টমটম চালকদেরকে একটি করে ১০ কেজি চাউলের প্যাকেট উপহার দেন।