মিরসরাইয়ে পুকুরে ডুবে ১৬মাস বয়সী শিশুর মৃত্যু
মিরসরাইয়ে পুকুরে ডুবে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লুদ্দাখালী গ্রামের ছুফি বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুজাহিদ। সে ওই বাড়ীর দেওখালী উত্তর জামে মসজিদের ঈমাম এবং দেওখালী আল-মানার ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মেজবাহ উদ্দিনের পুত্র।
মুজাহিদের চাচা মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উঠানে খেলা করছিল শিশু মুজাহিদ। এসময় সবার চোখের আড়ালে সে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে ঘরের পাশে পুকুরে তার দেহ ভেসে ওঠে। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ঝুলনপোল বাজারের একটি ফার্মেসীতে নিয়ে গেলে চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করে। আসর নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মায়ের সাথে গোসল করতে গিয়ে ডুবে গেলো ছোট্ট আকায়াদ – CTG SANGBAD24
বড়শিতে মগ্ন বাবার অজান্তেই পুকুরে ডুবে গেলো সন্তান – CTG SANGBAD24