পেকুয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমূক্তকরণ করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকাল ১০ টায় নিরাপদ মাছে ভরবো দেশ”বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর থেকে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজিত একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে উপজেলার মৎস্য মেরিন ফিশারিজ অফিসার শাহাদাত হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, উক্ত আলোচনা সভায় অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা কৃষি অফিসার তপন কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আসাদুজ্জামান। এছাড়াও আওয়ামী মৎস্যজীবীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী, মাছ চাষী, মৎস্য ব্যবসায়ীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় সফল ৩ জন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ ইং, উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমূক্তকরণ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।