কক্সবাজারে ঈদগড়ে দেশীয় তৈরি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার : গ্রেফতার ৪

কক্সবাজারের রামুর ঈদগাহ-ঈদগড় সড়ক যেখানে সন্ধ্যা হলেই অপহরণ -ডাকাতির ভয় নিয়ে যানবাহন যোগে চলাচল করা হাজারো যাত্রী। সড়কটিতে গেল ১০ বছরে দুই শতাধিক ডাকাতি ও শতাধিক অপহরণের ঘটনা ঘটেছে। মুক্তিপণ হিসেবে অপহরণকারী চক্র হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। এছাড়াও খুনের ঘটনা ঘটেছে একাধিক।

সেই পাহাড়ী জনপদ ঈদগড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানা থেকে ১০টি দেশীয় তৈরি অস্ত্র,২২ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব- ১৫।

গ্রেফতার করা হয়, মাঈন উদ্দিন, জাফর আলম, লাল মিয়া ও সাহাব উদ্দিন নামের ৪জন অস্ত্র কারিগরকে।

র‍্যাব ১৫ এর অধিনায়ক লে: কর্নেল এইচ, এম সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে ঈদগড়ের তুলাতলি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা বলছেন র‍্যাবের অভিযান অব্যাহত থাকলে বন্ধ হবে ডাকাতি, অপহরণ, এলাকায় ফিরে আসবে স্বস্তি।

আরও পড়ুন