উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে আবারও এক রোহিঙ্গা যুবককে খুন করেছে সন্ত্রাসীরা।
৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের এফ/১৬ তে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে।
নিহত রোহিঙ্গা যুবক হলেন,ক্যাম্প-১ ইস্ট এর জি/১২ ব্লকের মনি উল্লাহর ছেলে ইমাম হোসেন(৩০)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের এফ/১৬ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীরা ইমাম হোসেনকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন,ঘটনাস্থলে পুলিশ টহল বাড়ানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।