মারা গেলেন বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত হাফেজ রাকিব
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় আহত মোটর সাইকেল আরোহী হাফেজ মোঃ গোফরানুল হক রাকিব (২৫) চট্টগ্রাম নগরীর বেসরকারী হাসপাতাল পার্কভিউ’র আই.সি.ইউ তে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৫ এপ্রিল) সকাল ৯ টার সময় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত হাফেজ মোঃ গোফরানুল হক রাকিব উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব-পুইঁছড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকার শিয়া পাড়ার মো. রিদোয়ান কবিরের পুত্র।
জানা গেছে, সোমবার (৩ এপ্রিল) বান্দরবান থেকে ব্যবসায়ীক কাজ শেষে বাড়িতে ফেরার পথে গুনাগরিস্থ বাঁশখালী ডিগ্রী কলেজের সামনে পেছন থেকে আসা বেপরোয়া গতির মিনিট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে সেখান থেকে নগরীর বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়।
বিষয়টি নিশ্চিৎ করে তার বড় ভাই মো. ইয়াছিন আরফাত জানান, সড়ক দুর্ঘটনায় আমার ভাই গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সকালে মারা গেছেন।