মোজাম্বিকে চট্টগ্রামের বাঁশখালীর যুবক নাহিদের মৃত্যু

আফ্রিকার দেশ মোজাম্বিকে দীর্ঘদিন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে সুমিও সেন্টার হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় থেকে রক্ত শুন্যতায় মোঃ নাহিদুল ইসলাম আব্বাস (২৩) নামে বাঁশখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বার আউলিয়া পাড়া ২ নম্বর ওয়ার্ডের ছুনিয়া বাপের বাড়ীর বদিউল আলমের পুত্র।

অসুস্থতার খবর পেয়ে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক নাহিদের চিকিৎসার জন্য গত ২ এপ্রিল দেশে আসার টিকেট কেটে দিলেও তার আর দেশে আসা হলো না।

নিহতের পিতা বদিউল আলম জানান, প্রায় ৫ লক্ষ টাকা ধার-কর্য করে গত ১৯ জানুয়ারী পরিবারের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে মোজাম্বিকে যান নাহিদুল ইসলাম। যাওয়ার পর থেকে সে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধিন ছিলেন। অসুস্থতার কারণে খাবার খেতে পারতো না আমার ছেলে। রক্তবমি হতো। একপর্যায়ে রক্ত শুন্যতায় সে মারা যায়।

মোজাম্বিক প্রবাসী মোঃ ফয়েজ জানান, নাহিদুল ইসলাম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন সুমিও সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধিন থেকে রক্ত শুন্যতায় মোজাম্বিকের স্থানীয় সময় (রোববার) ৮ টায় মৃত্যুবরণ করেন। সোমবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২ টায় মোজাম্বিকের সুমিও সেন্ট্রাল কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান, মোজাম্বিক মিলাঞ্জি কমিউনিটির সভাপতি মঈন উদ্দিন লক্ষি, বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক এম.আর মুজিবসহ দেশে ছুটিতে আসা মোজাম্বিক প্রবাসীরা শোকাহত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানান। এসময় তারা ধার-কর্যের সব টাকা পরিশোধের প্রতিশ্রæতি দেন এবং নাহিদের অসহায় পরিবারের পাশে দাড়ানোর কথাও দেন। প্রবাসী সংগঠনের সদস্যরা নাহিদের আত্মার মাগফেরাত কামনা করেন।

আরও পড়ুন