চট্টগ্রামে শিপিং এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে সম্মিলিত পরিষদের নিরঙ্কুশ বিজয়
মোঃ পারভেজ, নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। রবিবার (২ এপ্রিল) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হোটেলে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে বিজয়ী সম্মিলিত পরিষদের বিপরীতে অন্য কোন প্যানেল নির্বাচনে অংশ নেয়নি। কেবল স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেনারেল ও এসোসিয়েটস ক্যাটাগরীতে ৭জন নির্বাচনে অংশ নেন। ঘোষিত ফলাফলে দুই ক্যাটাগরীর ২৪ পরিচালক পদের ২৩ টিতে জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদ মনোনীত প্রার্থীরা। কেবল এসোসিয়েট ক্যাটেগরিতে একজন পরিচালক তাদের হেরে গেছেন।
জেনারেল ক্যাটেগরিতে ১৬ পরিচালক পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২১ জন। জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদ মনোনীত সকল প্রার্থী। তারা হলেন সৈয়দ মোহাম্মদ আরিফ (প্রাপ্ত ভোট-৯৪), সৈয়দ ইকবাল আলী (প্রাপ্ত ভোট-১০৭), এসএম মাহবুবুর রহমান (প্রাপ্ত ভোট-১০৭), মো. ওসমান গনি চৌধুরী(প্রাপ্ত ভোট-১০৪), মো. আজফার আলী (প্রাপ্ত ভোট-৮৪), মামুনুর রশিদ (প্রাপ্ত ভোট-১১৫), মো. সাজ্জাদুর রহমান (প্রাপ্ত ভোট-১০৭), এসএম এনামুল হক (প্রাপ্ত ভোট-১০৭), মুনতাসির রুবাইয়াত (প্রাপ্ত ভোট-১০৩), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (প্রাপ্ত ভোট-১১০), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন (প্রাপ্ত ভোট ১১২), তানজিল আহমেদ রুহুল্লাহ (প্রাপ্ত ভোট-১০৫), আনিস উদ দৌলা (প্রাপ্ত ভোট-৭৫), মোহাম্মদ এনাম-উল-হক(প্রাপ্ত ভোট-৯২), মোহাম্মদ রাশেদ( প্রাপ্ত ভোট-৯০), এবং মো. আলী আকবর (প্রাপ্ত ভোট-৮০)।
এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদে প্রার্থী ছিলেন ১০জন। সম্মিলিত পরিষদ থেকে বিজয়ী ৭ জন হলেন : মোঃ শফিকুল আলম জুয়েল, মোঃ নাজমুল হক, মোঃ রিয়াজউদ্দিন খান, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, রফিকুল আনোয়ার বাবু, মোহাম্মদ আসলাম এবং মোঃ নজরুল ইসলাম। একমাত্র স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম সুজন প্যানেলের বাইরে নির্বাচিত হয়েছেন।