বাঁশখালীতে তুচ্ছ ঘটনায় রিকশা চালক খুন, আহত-২

চট্টগ্রামের বাঁশখালীতে রিকশা চালকের গাড়ীতে উঠা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এলোপাথাড়ি দায়ের কোপে রিকশা চালক মো. কোরবান আলী (৩০) নামে একজন চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাত পৌনে ১০টার সময় মৃত্যুবরণ করেন বলে জানা যায়। এ ঘটনায় গুরুতর আহত অন্তত আরও দু’জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের অবস্থাও আশংকাজনক বলে জানা যায়।

শনিবার (১৪ জানুয়ারী) বিকেল ৫টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ আদর্শগ্রাম ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাঁশখালী ইকোপার্ক সড়কে স্থানীয় আপু মিয়ার চা দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত রিকশা চালক মো. কোরবান আলী পৌরসভার দক্ষিণ জলদী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত হাকীম আলীর পুত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধিন আছেন শীলকূপ আদর্শ গ্রামের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মুনশী মিয়ার পুত্র আবু সৈয়্যদ (৫০), অপরজন একই এলাকার মীর হোসাইন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু সৈয়দের সাথে জমিন উদ্দিন প্রকাশ কালু’র মধ্যে গাজা ক্রয়-বিক্রয় নিয়ে কথা হয়। তাদের কথাকাটাকাটির একপর্যায়ে মো. জমিন উদ্দিন প্রকাশ কালু পাশের রিকশা চালককে এই রিকশা চল আমি চলে যাবো এমনটি বলে। এসময় রিকশা চালক কোরবান আলী প্রতি উত্তরে বলেন, আমার আরেকজন যাত্রী আছে সে আসলে একসাথে যাবো। এ কথা বলতে না বলতে দা নিয়ে রিকশাচালককে এলোপাথাড়ি কোপ মারে কালু। এতে তার গর্দান, পায়ের উরু ও মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনায় অপর দু’জনও তার দায়ের কোপে গুরুতর আঘাত প্রাপ্ত হয়।

আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেক প্রেরণ করেন। এ ঘটনায় গুরুতর আহত কোরবান আলী চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাঁশখালী থানা পুলিশের ওসি তদন্ত সুমন চন্দ্র বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় কোরবান আলী নামক একজন রিকশাচালক চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার সাথে জড়িতদের বিষয়ে অভিযান চলছে।

আরও পড়ুন