উখিয়ায় ৫০ হাজার টাকায় বনভূমির জমি বিক্রির অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে
উখিয়া সদর বিটের অধিনে পাতাবাড়ি শৈলরডেবা এলাকায় বন বিভাগ কতৃক বনভূমির জমি বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে।
উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নামে অসুখ বড়ুয়া থেকে ৫০ হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, পাতাবাড়ি শৈলরডেবা গ্রামের অসুখ বড়ুয়া বন বিভাগের জমির উপর ১ টি পাকা বাড়ি নির্মাণ করছে। ঝামেলায় না পড়ার জন্য বন বিভাগকে এই পরিমান টাকা দেওয়া হয়েছে।
এই ব্যাপারে জানতে চাইলে সদর বিট কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, বাড়ি নির্মাণ কারীর বিরুদ্ধে বন আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। তবে তিনি টাকা নেয়ার কথা অস্বীকার করেন।