পটিয়ায় মন্দিরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের পটিয়ায় একটি কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল উপজেলার ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুড়া কালী মন্দিরের গ্রীল কেটে ও তালা ভেঙে কালী মুর্তি থেকে ৩০ ভরি স্বর্ণলংকার ও নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। শুক্রবার রাত অনুমান ২টার দিকে এ ঘটনা ঘটে। পটিয়া থানা পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে।

জানা গেছে, উপজেলার ৭০০ বছরের পুরনো ধলঘাট ইউনিয়নের বুড়া কালী মন্দির। এখানে প্রতিদিন পুজা দিতে পটিয়া ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন। প্রতিদিনের মত রাতে বুড়াকালী মন্দিরের গ্রীলে তালা লাগানো হয়। শুক্রবার রাত ২টার দিকে গ্রীল ও তালা ভেঙে এসব মালামাল নিয়ে যায়। মন্দিরে থাকা সিসিটিভির ফুটেজ পটিয়া থানা পুলিশ সংগ্রহ করেছে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, মন্দিরে থাকা সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন