মিরসরাইয়ে দিনদুপুরে ২ মোবাইল দোকানের তালা কেটে চুরি

মিরসরাইয়ে দিনদুপুরে দোকানের তালা কেটে শতাধিক মোবাইল ও নগদ টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ফেব্রয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার আবু উসামা সুপার মার্কেটে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বারইয়ারহাট পৌরসভার মোবাইল দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল দোকানগুলো বন্ধ থাকে। অন্য দোকানগুলো খোলা থাকে। দুপুরে অন্য দোকানীরাও জুমার নামাজ পড়তে গেলে অনেকটা জনশূন্য হয়ে পড়ার সুযোগে আবু উসামা সুপার মার্কেটের আয়ান টেলিকম, মোবাইল পার্ক নামের মোবাইলের দোকান থেকে শতাধিক মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় চোরেরা। এছাড়া ফেমাস টেলিকম ও মাসুম টেলিকমের দোকানের তালা কেটে ফেললেও চুরি করা সম্ভব হয়নি।

মোবাইল পার্ক দোকানের স্বত্বাধিকারী আজিম উদ্দিন বলেন, ‘দোকানের তালা কেটে ৫০-৬০ টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে আমার প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আমার আশপাশের জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম বলেন, ব্যবসায়ীদের মোবাইল ক্রয়ের কাগজপত্রসহ থানায় এসে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন