চন্দনাইশে আগুনে পুড়েছে ৪ বসতঘর, ৪ বছর বয়সী শিশু আহত

চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে চারটি বসতঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে। অগ্নিকান্ডে চার বছর বয়সী এক শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার সময় উপজেলার বরকল ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কানাইমাদারী বড়ুয়া পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে ওই এলাকার মৃত অজিত চৌধুরীর ছেলে ধীমান চৌধুরী, বিমান চৌধুরী ও মৃত হৃদয় চৌধুরীর ছেলে প্রকৃতি রঞ্জন চৌধুরী এবং বীরসেন বড়ুয়ার ছেলে সুঞ্জিত বড়ুয়ার বসতঘরসহ আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডে বিমান চৌধুরীর চার বছর বয়সী ছেলে দুর্জয় চৌধুরীর হাত ও মুখমন্ডল ঝলসে গেছে। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকান্ডে ওই চারটি পরিবারের প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মো. আবুল মনসুর চৌধুরীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চন্দনাইশ ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মো. আবুল মনসুর চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন