ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই এর অনুমোদন বিহীন, অস্বাস্থ্যকর বেশ কয়েকটি বেকারীর দোকান এবং কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় চার বেকারী ও কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজার, পাইন্দং ও সুন্দরপুর ইউনিয়নে অভিযান পরিচালনার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি।

অভিযানে অনিল বেকারী ও লোকমান বেকারীর দোকান, পাইন্দং ইউনিয়নের চামারদিঘীর পাড়ের রহমানিয়া বেকারী এবং সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরীয় নামক স্থানে আল মামুন বেকারীর কারখানায় বিএসটিআই আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় তাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী বেকারী পণ্য উৎপাদন ও বিপনন করার নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআইয়ের প্রতিনিধি ও ফটিকছড়ি থানা পুলিশ সহায়তা করেন।

পর্যায়ক্রমে ফটিকছড়ি উপজেলার সকল বেকারীর দোকান এবং কারখানায় এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি।

আরও পড়ুন