বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে মহসিন চৌধুরী রানাকে আহবায়ক, পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতীকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন প্রদান করা হয়। তাদের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মীর জাকের আহমদ এবং সালাউদ্দীন সুমন, সফিউল করিম শফি এবং নজরুল ইসলামকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়েছে।
কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।