বাঁশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী আলমগীর গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে দুটি অস্ত্রসহ আলমগীর হোসেন হৃদয় (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃত আসামী আলমগীর উপজেলার মধ্যম সরলের পশ্চিমপাড়ার কালু বলির বাড়ির মফিজুল আহমেদের ছেলে।
শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান পরিচালনা করে সরল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১টি এসবিবিএল ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করেন র্যাব-৭ এর আভিযানিক টিম।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার সরল এলাকা থেকে একটি এসবিবিএল এবং একটি ওয়ান শুটারগানসহ আলমগীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়- অস্ত্রগুলো দিয়ে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতো।’
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।