চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি বিদেশি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার হওয়া মোঃ ইসমাইল (৩৫) আকবরশাহ থানার নোয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
সোমবার (৩০) অক্টোবর) সরাইপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার বলেন, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।