বোয়ালখালীতে শিশুদের কোভিড টিকাদান কর্মসূচীর উদ্বোধন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৫- ১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১১অক্টোবর)সকালে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রতিক সেনয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াঙ্কা চৌধুরী,মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল সুদীপ কুমার চৌধুরী ,বোয়ালখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ গোলামুর রহমান, গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহম্মদ, গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই এস,এম, জিহাদ বাবলু, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দুলাল চন্দ্র শর্ম্মা, পরিতোষ বড়ুয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক খেলনা রানী দত্ত, স্বাস্থ্য সহকারী সুমন কান্তি ঘোষ, জসিম উদ্দিন সহ প্রমূখ।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ প্রতিক সেন বলেন,সব শিশুদের করোনা টিকা প্রদান করে সুরক্ষিত রাখবো বলে টিকা কার্যক্রমের প্রথম দিনে ৪ হাজার ২শ টিকা প্রধান করা হয়েছে।