কুতুবদিয়ায় ১ম দিনে টিকা পেল ১১৫৬ শিশু শিক্ষার্থী

কুতুবদিয়ায় করোনা প্রতিরোধে উদ্বোধনী দিনে টিকা নিয়েছে ১১৫৬ শিশু শিক্ষার্থী। মঙ্গলবার প্রথম দিন উপজেলার ৫টি সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার টিকা দেয়া শুরু হয়েছে। কৈয়ারবিল ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা উপস্থিত থেকে টিকা কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: রেজাউল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান ছৈয়দ কামরুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

ইপিআই টেকনিশিয়ান জানান, প্রথম দিন উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ১৮৬৩ শিশু শিক্ষার্থী। বিদ্যালয় বন্ধ থাকায় শিশুদের উপস্থিতি কম ছিল। ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ,পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ -১১ বছর বয়সের শিশু শিক্ষার্থীদের মাঝে টিকা দেয়া হয়। বুধবার ৮টি প্রাথমিক বিদ্যালয়ে টিকা দেয়া হবে বলেও তিনি জানান।

উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: রেজাউল হাসান জানান, উপজেলায় ৫ -১১ বছর বয়সী সরকারি -বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার ১৪৫ জন শিশু শিক্ষার্থীর মাঝে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ১ম দিন ৫টি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে টিকা দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন