চন্দনাইশে ৫-১১ বছর বয়সীদের করোনা টিকা প্রদান শুরু ১১অক্টোবর
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে। ১২ কার্যদিবসের এই ক্যাম্পেইনের প্রথম দিনে বরকল ইউনিয়নের ৭টি কেন্দ্রে ২২টি বিদ্যালয়ের মোট তিন হাজার ছয়শ তেষট্টি জনকে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই বিদ্যালয়ের ৫৬৪ জন এবং শিরিন মছউদ গ্রামার স্কুলের ১২০জন। উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই বিদ্যালয়ের ২৪১জন, পশ্চিম কানাইমাদারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৩০ জন এবং উত্তর বরকল গাউছিয়া নুরানি এবতেদায়ী মাদ্রাসার ১৯০জন। বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ওই মাদ্রাসার ২২০জন, মধ্য বরকল গয়েছখান এবতেদায়ী মাদ্রাসার ১৫০জন ও আল হাসনাইন শিশু একাডেমির ১৬৫ জন। পাঠানদন্ডী উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই বিদ্যালয়ের ১১১জন, পাঠানদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৫ জন, চামুদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩ জন, পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ১৮৫জন। পুর্ব কানাইমাদারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই বিদ্যালয়ের ১১৬ জন, গাউছিয়া ইসলামিক কিন্ডারগার্টেনের ১১৫জন, পাঠানদন্ডী আল আমিন শিশু নিকেতনের ৭৫জন, সুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩ জন। মধ্য কানাইমাদারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই বিদ্যালয়ের ১৬১জন, কানাইমাদারী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৬০ জন, উত্তর কানাইমাদারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন। হযরত মামুন খলিফা (রহ.) মডেল মাদরাসা কেন্দ্রে ওই মাদ্রাসার ২৫০ জন, কানাইমাদারী হযরত মামুন খলিফা এবতেদায়ী মাদ্রাসার ২৭৯ জন, কানাইমাদারী ইসলামিয়া কাদেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ১৪৫জনকে করোনার টিকা প্রদান করা হবে।
পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান করা হবে উল্লেখ করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুমা ভট্টাচার্য জানান, ইতোমধ্যে টিকা দেওয়ার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপ থেকে জন্ম নিবন্ধনের মাধ্যমে ওই ৩৬শ ৬৩ জনের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। করোনা প্রতিরোধে ফাইজারের বিশেষ এই টিকা উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ৫ থেকে ১১ বছর বয়সী প্রতিটি শিশুকে পর্যায়ক্রমে প্রদান করা হবে।
চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রদান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে শিশুদের ভয় কেটে যাবে এবং শিশুরা নিরাপদ থাকবে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হারও বেড়ে যাবে।