বাঁশখালীতে ৫শ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ৫০০ লিটার চোলাইমদসহ মো. রাকিব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাথে থাকা আরও ৭ থেকে ৮জন পালিয়ে গেছে।

গোপন সংবাদে খবর পেয়ে শনিবার (৮ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির পুকুরের পাশে আস্তানা থেকে চোলাইমদসহ গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী রাকিব উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও ২ নম্বর ওয়োর্ডের সোনা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামদাশহাট পুলিশ ফাঁড়ি’র এসআই মো. সাইদুল। তিনি বলেন, আটক যুবক এলাকর চিহ্নিত মাদক ব্যবসায়ী। দুর্গা পূজার মধ্যে সে বিভিন্ন জায়গা থেকে চোলাইমদ সংগ্রহ করে সেগুলো বিক্রি করছে বলে খবর পেয়েছিলাম। আজ দুপুরে ধানি জমির মাঝখানে একটি ঘরে যেটা ১০ মামলার আসামি সাইফুলের আস্তানা নামে পরিচিত, সেখানে গিয়ে ৫০০ লিটার চোলাইমদ উদ্ধার করেছি। সেখান থেকে সাইফুলের সেকেন্ড ইন কমান্ড রাকিবকে আটক করেছি। এসময় আরও সাত আটজন পালিয়েছে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘সাধনপুর ইউপি চেয়ারম্যান চোলাইমদসহ এক যুবককে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা তাকে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।’

আরও পড়ুন