চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চোলাই মদসহ মো: করিম(৪৬)নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। শুক্রবার (২০অক্টোবর)সকালে বোয়ালখালী থানার এসআই (নি:) মোঃ সফিকুর রহমানের সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফতেয়ারখীল ডালার মোড় ইট সলিং রাস্তা এলাকায় অভিযোন চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: করিম(৪৬) হলেন বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ৮নং ওয়ার্ডের ফতেয়ারখীল উত্তর পাড়ার সাত্তার সওদাগরের বাড়ীর মৃত আবদুল হকের পুত্র।
এ সময় তার কাছ থেকে ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃত করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ রুজু করা হয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। বোয়ালখালী থানা পুলিশের মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।