চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চোলাই মদসহ নাজিম উদ্দীন (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে বোয়ালখালী থানার এসআই (নি:) এসআই (নি:) মোহাম্মদ মোবারক হোসেনের সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে ৪নং শাকপুরা ইউনিয়নের পূর্ব শাকপুরা লালার হাট তিন রাস্তার মোড় মা ফার্মেসির সামনে অভিযোন চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া নাজিম উদ্দীন(৪৬) বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা ১নং ওয়ার্ডের মফজল হুজুরের বাড়ীর মৃত নুুরুন্নবীর ছেলে।
এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন বলেন, নাজিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।