রাউজানে ২২তম বিশাল জশনে জুলুছ ও র‍্যালী

আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাউজান হলদিয়া-ডাবুয়ার ২২তম জশনে জুলুছ মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। জুলুছে নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)।

সকালে উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে পায়ে হেটে মাওলানা দোস্ত মো. সড়ক, আমিরহাট বাজার, হযরত এয়াছিনশাহ সড়ক, হযরত এয়াছিনশাহ চত্ত্বর (সেবাখোলা), শহীদ জাফর সড়ক হয়ে প্রায় দীর্ঘ ৮ কিঃ মিঃ জুড়ে জুলুছটি জানিপাথর জামে মসজিদ ময়দানে ওয়াজ, বক্তব্য, মিলাদ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

সকালে ব্যানার, ফেস্টুন, কালেমা ও দরুদ সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে নারায়ে তাকবির স্লোগানে স্লোগানে মূখরিত ছিল সমগ্র এলাকা।জাতীয় পতাকা, কালেমা, দরুদ সম্বলিত ব্যানার ফেস্টুন নেড়ে জিকির ও নাতে মোস্তফার প্রকম্পিত আওয়াজে আগাতে থাকে জুলুছের র‍্যালি। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ কয়েক হাজার আশেকে রাসুল জুলুছে যোগদান করেন।

জুলুছ শেষে ওয়াজ মাহফিল বাস্থবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আহছান হাবিবের সভাপতিত্বে এবং মহাসচিব আলহাজ্ব মাহবুবুল আলমের সঞ্চালনায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু তাহের চৌঃ, আওয়ামী লীগ নেতা এস এম বাবর, আল্লামা সাইদুল আলম খাকী, আল্লামা গোলাম মোস্তফা, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, অধ্যক্ষ আবু তৈয়ব ফারুকী, আল্লামা ইদ্রিছ আনসারী, মাওলানা আলী সিদ্দিকী প্রমূখ।

এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। আখেরী মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

আরও পড়ুন