হাটহাজারীতে জশনে জুলুছ অনুষ্ঠিত

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভারস্থ রঙ্গীপাড়া (১নং ওয়ার্ড) এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আজিমুশশান জশনে জুলুস (র‍্যালি) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে রঙ্গীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস বের হয়ে হাটহাজারী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী (ম.জি.আ) এর নেতৃত্বে রঙ্গীপাড়া এলাকাবাসী সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা এই জশনে জুলুসে অংশ নেন।
এসময় অংশগ্রহণকারীদের হাতে কলেমা তৈয়াবা, জাতীয় পতাকা, নানা ধরনের বাণী ও শ্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
জুলুস শেষে বিশ্ব মানবতার কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন আল্লামা আবুল কাশেম নূরী (ম.জি.আ)।
জুলুসে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পৃথিবী থেকে অন্ধকার অনাচার ব্যভিচারসহ মানবতা বিরোধী অপরাধ দূর করতে আলোর মশাল নিয়ে শুভাগমন করেন বিশ্ব মানবতার মহানবী হযরত মুহাম্মদ (দ.)। জুলুসের মাধ্যমে নবীজির শুভ আগমনের খুশি উদযাপন করা হয়, কেননা তিনি আমাদের জন্য রহমত। যা কুরআন দ্বারা প্রমাণিত।

আরও পড়ুন