মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বারইয়ারহাট পৌরসভার বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় গেইট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

নিহত শিরিনা ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নিজকুঞ্জরা গ্রামের আলোকদিয়া এলাকার সাহাব বাড়ির নুরুল হুদার স্ত্রী এবং ৪ সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন বারবার হর্ণ বাজানো স্বত্বেও নিহত নারী শিরিনা রেললাইন থেকে সরে যাননি। পরে ট্রেনে কাটা পড়ে তার শরীর কয়েক টুকরো হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে নিহতের স্বজন জানান, সোমবার সকালে শিরিনা বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যান। পরবর্তীতে বারইয়ারহাট পৌরসভা এলাকায় রেলক্রসিং থেকে ১০০ মিটার উত্তরে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যুর খবর পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে মানষিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাই অংশের দায়িত্বে থাকা সীতাকুন্ড জিআরপি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সোমবার সকালে মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ের ১০০ মিটার উত্তরে ঢাকামুখী লেনে চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শিরিনা বেগম নামে একজনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে লাশ না পেয়ে জিআরপি পুলিশের ওসি নাজিম উদ্দীনসহ নিহতের বাড়িতে গিয়ে স্থানীয় ইউপি সদস্য ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে হস্তান্তরপত্রে স্বাক্ষর নিয়ে আমরা ফিরে আসি।

আরও পড়ুন