বৈদ্যুতিক শর্টসার্কিটে যুবকের মৃত্যু

ফেনীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে মিরসরাইয়ের যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার সময় ফেনীর রাসমনি কালী মন্দিরে ইভেন্টের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাইদুল ইসলাম রাজু (২৫)। সে মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুরাদপুর গ্রামের জুনু সওদাগর বাড়ি প্রকাশ বড় বাড়ীর মুক্তার হোসেনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম রাজু বিভিন্ন ইভেন্টে ইলেক্ট্রিক কাজ করতো। বিশেষ করে গায়ে হলুদ অনুষ্ঠানে স্টেজ ভিডিও, ভিডিওম্যান ও বৈদ্যুতিক কাজ করতো। রোববার রাতে সে ফেনী জেলার রাসমনি কালী মন্দিরে একটি ইভেন্টের কাজ করতে যায়। কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে সে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ ইকবাল বলেন, সাইদুল ইসলাম রাজুর মরদেহ হাসপাতালে আনার আগে মারা যায়।

মিরসরাইয়ের কাটাছরা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর বৈদ্যুতিক শর্টসার্কিটে সাইদুল ইসলাম রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন