কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া (৯নং ওয়ার্ডে) সদস্য পদে প্রতিদ্বন্ধি ৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। মনোনয়ন জমা দেয়া অপর দুই প্রার্থী জিয়াউল হক চৌধুরী ঝন্টু ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রবিবার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
সূত্র জানায়, জেলা পরিষদে সদস্য প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী (হাতী), সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিন (তালা), মাষ্টার ছরোয়ার আলম সিকদার (ঘুড়ি) ও নুরুল ইসলাম ভূট্টো টিউবওয়েল প্রতীক পান।
কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ৬ ইউপি চেয়ারম্যান,সাধারণ সদস্য, মহিলা সদস্যসহ মোট ৮১ ভোট রয়েছে। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে ।