মিরসরাইয়ে হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী ছাত্রদল কর্মী আমজাদ

মিরসরাইয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে আমজাদ হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট এলাকায় এই ঘটনা ঘটে। আমজাদ ৪ নং ধুম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নাহেরপুর গ্রামের মোস্তফার পুত্র। সে ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে।

ধুম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদ চৌধুরী বলেন, ছাত্রদল কর্মী আমজাদ নাহেরপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষা কেন্দ্র মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শনিবার দুপুরে দুর্বৃত্তরা তাকে লাঠি ও রড দিয়ে বেদড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করায়।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচীব গাজী নিজাম উদ্দিন, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচীব মেজবাউল হক মানিক, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন ও যুবদল নেতা আজাদ হোসেন সুজন।

জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক সরোয়ার হোসেন বলেন, এসএসসি পরীক্ষার্থীর উপর হামলার বিষয়ে আমাদের কেউ জানায়নি। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন