বাঁশখালী ভুমি অফিসে তিন দালাল গুনলো জরিমানা

চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসে দালালি করতে আসা তিন দালালকে হাতেনাতে ধরে জরিমানা পূর্বক মুচলেকা নিয়ে সতর্ক করে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. মাহমুদুল হাসান। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভূমি অফিসে দালালি করতে আসা ও সরকারি নথি নিয়ে ঘাটাঘাটি করার সময় পূর্ব চাম্বল ইউনিয়নের নুরুল হোসেনের পুত্র মোঃ ইমরান (২২), সরল ইউনিয়নের একরাম আলীর পুত্র আবুল বশর (৬৫) ও পশ্চিম চাম্বল ইউনিয়নের মরহুম মোনাফ আলীর পুত্র আমিরউদ্দিন (৬২)কে হাতেনাতে ধরা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. মাহমুদুল হাসান বলেন, ‘পরবর্তীতে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদেরকে জরিমানা করা হয় ও মুচলেকা নিয়ে সর্তক করা হয়। বাঁশখালী ভূমি অফিসকে দালালমুক্ত করতে ও হয়রানীমুক্ত নাগরিক সেবা দিতে জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান। দালাল দ্বারা প্রতারিত না হয়ে ভূমি সংক্রান্ত যেকোন সমস্যা নিয়ে এসিল্যান্ডের সাথে সরাসরি যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন