বাঁশখালী ভুমি অফিসে তিন দালাল গুনলো জরিমানা
চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসে দালালি করতে আসা তিন দালালকে হাতেনাতে ধরে জরিমানা পূর্বক মুচলেকা নিয়ে সতর্ক করে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. মাহমুদুল হাসান। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভূমি অফিসে দালালি করতে আসা ও সরকারি নথি নিয়ে ঘাটাঘাটি করার সময় পূর্ব চাম্বল ইউনিয়নের নুরুল হোসেনের পুত্র মোঃ ইমরান (২২), সরল ইউনিয়নের একরাম আলীর পুত্র আবুল বশর (৬৫) ও পশ্চিম চাম্বল ইউনিয়নের মরহুম মোনাফ আলীর পুত্র আমিরউদ্দিন (৬২)কে হাতেনাতে ধরা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. মাহমুদুল হাসান বলেন, ‘পরবর্তীতে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদেরকে জরিমানা করা হয় ও মুচলেকা নিয়ে সর্তক করা হয়। বাঁশখালী ভূমি অফিসকে দালালমুক্ত করতে ও হয়রানীমুক্ত নাগরিক সেবা দিতে জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান। দালাল দ্বারা প্রতারিত না হয়ে ভূমি সংক্রান্ত যেকোন সমস্যা নিয়ে এসিল্যান্ডের সাথে সরাসরি যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।