আবারও চবি ফটকে আগুন তালা দিলো ছাত্রলীগ
নিজেদের কমিটির আকার বড় করে বঞ্চিতদের পদায়নের দাবিতে আগুন জ্বালিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
অবরোধ কর্মসূচীতে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরের অনুসারী চবি ছাত্রলীগের বগিভিত্তিক ৬টি গ্রæপ ভার্সিটি এক্সপ্রেস, বাংলার মুখ, রেড সিগনাল, কনকর্ড, এপিটাফ এবং উল্কা অংশ নেয়।
এসময় তারা বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কাটা পাহাড় হয়ে জিরো পয়েন্ট এসে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেয়। প্রায় এক ঘন্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ফটক খুলে দেয়।
পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভূক্তকরণ, কমিটিতে পদপ্রাপ্ত নেতাদের যোগ্যতা অনুযায়ী যোগ্যস্থানে ক্রমানুসারে পুনর্মূল্যায়ন করা, কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ নানা দাবিতে তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে অবরোধকারীরা জানিয়েছেন।