দোহাজারী চাগাচর কমিউনিটি ক্লিনিক এখন নিজেই রোগী
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর গ্রামের কমিউনিটি ক্লিনিক ভবনটি জরাজীর্ণ অবস্থা হওয়ার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ক্লিনিক ভবনটি ব্যবহার অনুপযোগী জেনেও নিরুপায় হয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শামসুল ইসলাম। মারাত্মক ঝুঁকিপূর্ণ ভবনটি যে কোন মুহূর্তে ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়া কমিউনিটি ক্লিনিক ভবনটি এখন নিজেই রোগী। ভবনটি ভেঙে ফেলে এর স্থলে নতুন ভবন নির্মাণের দাবি করছেন স্থানীয়রা।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, চাগাচর গ্রামে সাঙ্গু নদীর তীরবর্তী এই ক্লিনিক ভবনটির চারপাশের দেয়ালের পলেস্তারা খসে পড়াসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। সামান্য বৃষ্টি হলেই ক্লিনিকের ছাদ চুইয়ে পানি পড়ে ওষুধসহ সব আসবাবপত্র ভিজে যায়। বড় বড় ফাটল থাকায় দুর্ঘটনার আশংকায় ওই ক্লিনিকের দুইটি কক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সিএইচসিপি শামসুল ইসলাম বারান্দায় বসে আগত রোগীদের সেবা প্রদান করছেন। এতে রোগীদের সেবা প্রদানে বিঘ্ন ঘটে। এছাড়া হেলথ অ্যাসিসট্যান্টগণ প্রতি মাসে একবার ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে নারী-শিশুদের বিভিন্ন টিকা প্রদান করেন। বড় ধরনের দূর্ঘটনা ঘটার আগেই ঝুকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানান স্থানীয় সচেতন মহল।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুমা ভট্টাচার্য বলেন, “চাগাচর কমিউনিটি ক্লিনিক ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটি পুননির্মাণের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। আশা করি দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের তত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ”চাগাচর কমিউনিটি ক্লিনিক ভবনটি পুননির্মাণের অনুমোদন এসেছে।” দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।