উখিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা শিশু নিহত, আহত ২
কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় কার্ভাডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে কুতুপালং ১ নং রেজিস্ট্রার ক্যাম্পের ইয়াসিন (১৪) নামের ১ জন রোহিঙ্গা শিশু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এতে আরো ২ জন আহত হয়েছে।তাদেরকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়ার হাইওয়ে পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা সংঘটিত হয়।
তিনি আরও জানান, অটোরিক্সাটি পালিয়ে গেলে ও কার্ভাড ভ্যানটি জব্দ করা হয়েছে।