শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসা আমৃত্যু বিশ্বমানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে, মানবতার মা হিসবেই বেঁচে থাকবেন হাজার বছর। যিনি মানুষের মাঝে খুঁজে নিয়েছিলেন ঈশ্বরকে। তাঁর কাছে ছিল না কোনো জাতি-ধর্মের ভেদাভেদ, মানবসেবাকেই নিয়েছিলেন ধর্ম হিসেবে। তিনি ক্ষুধার্তকে দিয়েছেন অন্ন, বস্ত্রহীনকে দিয়েছেন বস্ত্র, নিরাশ্রয়কে দিয়েছেন আশ্রয়, রোগাক্রান্তদের দিয়েছেন ওষুধ পথ্য ও সেবা, আশাহীনকে দিয়েছেন আশা এবং মৃত্যু পথযাত্রীকে দিয়েছেন জীবনের পরম আশ্বাস। দরিদ্র, নিঃস্ব, আর্তপিড়িতের পাশেই থেকেছেন আমৃত্যু।
৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ মাদার তেরেসা হাউজের উদ্যোগে বিশ্বমানবতার প্রতীক মাদার তেরেসার ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে “শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসাঃ কর্ম ও জীবনদর্শন” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
মাদার তেরেসা হাউজের তত্ত্বাবধায়ক অধ্যাপক মোঃ নাছির উল্লাহ্’র সভাপতিত্বে কলেজের আইসিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কল্যান নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ছৈয়দুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক মোঃ আজিম, অধ্যাপক নাসরিন পারভীন, অধ্যাপক আবু সালেহ, অধ্যাপক প্রণব কুমার নাথ, অধ্যাপক সুললিত কান্তি দে, অধ্যাপক আশিক সায়েম চৌধুরী, শিক্ষার্থী মেহের আফরোজ শশী, জান্নাতুল ফেরদৌস রিয়া প্রমূখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষার্থী ফারহানা ইসলাম মহুয়া ও ইপতিদা। এ উপলক্ষে মাদার তেরেসা হাউজের উদ্যোগে একটি ক্রোড়পত্র প্রকাশ করা হয়।