পটিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামে ডাকাত সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেকুর রহমান বলেন, “হিলচিয়া গ্রামের একটি বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল চলে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এসময় আনুমানিক ৩০ বছর বয়সী একজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

তিনি জানান, ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে হিলচিয়া গ্রামের বাদল চৌধুরীর বাড়ির দরজা ভেঙে ছয়-সাত জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এসময় তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। দলটি ডাকাতি শেষে চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করে এবং টেলিফোনে প্রতিবেশীদের ডাকাতির বিষয়টি জানিয়ে দেন।
এসময় এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া দিলে ডাকাত দলের অন্যরা পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে গ্রামের লোকজন।

পুলিশ কর্মকর্তা তারেকুর বলেন, “এ ঘটনায় আলাদা দু’টি মামলা হয়েছে। গৃহকর্তা বাদল চৌধুরী বাদি হয়ে অজ্ঞাত ছয়-সাত জনকে আসামি করে একটি ডাকাতির মামলা করেছেন।”

অপরদিকে, স্থানীয় চৌকিদার অজ্ঞাত এক থেকে দেড়শজনকে আসামি করে আলাদা একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন