চবি ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত-২
বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার দুই গ্রুপের সংঘর্ষে একাধিক ছাত্রনেতা আহত হওয়ার ঘটানা ঘটেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে যা পরে শাহজালাল হল পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জড়ানো গ্রুপ দু’টি হলো শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত সিএফসি গ্রুপ ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত সিক্সটি নাইন গ্রুপ।
আহত ছাত্রলীগ কর্মীরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের মির্জা সফল প্রধান ও ১৫-১৬ সেশন ও উপ-বিজ্ঞান সম্পাদক শেখ রাসেল। এর মধ্যে সফল সিক্সটি নাইন ও রাসেল সিএফসির কর্মী।
জানা গেছে, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে দু’জনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তা দুই হল এবং দুই গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে চবি সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় দু’গ্রæপের মধ্যে কিছুটা সংঘর্ষ ও উত্তেজনা ছড়িয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত আছে।