মিরসরাইয়ে সমাবেশে যাওয়ার পথে বিএনপির গাড়িবহরে হামলা, আহত-৩

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মিরসরাইয়ে বিএনপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৩ নেতাকর্মী আহত হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার বারইয়াহাট পৌরসভার ইসলাম মার্কেটের সামনে এই হামলা ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বিএনপি নেতাকর্মীরা।

হামলার শিকার নেতাকর্মীরা জানান, করেরহাট বাজার থেকে মাইক্রোবাসযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে বারইয়ারহাট পৌরসভার ইসলাম মার্কেটের সামনে গাড়িবহর পৌঁছলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা গাড়ির গতিরোধ করে শসস্ত্র হামলা করে। হামলায় আহতরা হলো করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিয়ত উল্ল্যাহ, উপজেলা বিএনপির সদস্য আকরামুল হক সোহেল। এছাড়া উপজেলার নিজামপুর এলাকায় সাহেরখালী থেকে ছেড়ে আসা একটি গাড়িতে ভাংচুর চালানো হয়েছে। আহতদের প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সিরাজুল ইসলাম ও শরিয়ত উল্ল্যাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন সোহেল স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।

মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আয়োজনে সমাবেশে যাওয়ার পথে গাড়িবহরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এছাড়া বেশ কয়েক জায়গায় গাড়িও ভাংচুর করেছে তারা।’

হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ তোলায় সেবিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া একাধিকবার ফোন দিলেও পাওয়া যায়নি।

জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সাজ্জাদ হোসেন বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনার বিষয়ে আমাদের কেউ জানায়নি। এই বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন